Dr. Neem on Daraz
Victory Day

খাগড়াছড়িতে গুলিতে  ইউপিডিএফ সদস্যসহ নিহত ২


আগামী নিউজ | খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০, ১২:৩০ পিএম
খাগড়াছড়িতে গুলিতে  ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ির দীঘিনালায় বানছড়ি প্রেসবাজারে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পোনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাঙাল্লা চাকমা (৩৫) অটো রিকশাচালক এবং বাবুল চাকমা (৩০) ইউপিডিএফ সদস্য।

এ ব্যাপারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন।

তিনি বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও টমটম চালক গ্রামবাসী মারা গেছেন। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে